কবিতা

রবীন্দ্রনাথ অনূদিত Vitor Hugo

বেঁচেছিল , হেসে হেসে
খেলা করে বেড়াত সে —
হে প্রকৃতি , তারে নিয়ে কী হল তোমার!
শত রঙ-করা পাখি ,
তোর কাছে ছিল না কি —
কত তারা , বন , সিন্ধু , আকাশ অপার!
জননীর কোল হতে কেন তবে কেড়ে নিলি!
লুকায়ে ধরার কোলে ফুল দিয়ে ঢেকে দিলি!
শত-তারা-পুষ্প-ময়ী
মহতী প্রকৃতি অয়ি ,
নাহয় একটি শিশু নিলি চুরি ক ‘ রে —
অসীম ঐশ্বর্য তব
তাহে কি বাড়িল নব ?
নূতন আনন্দকণা মিলিল কি ওরে ?
অথচ তোমারি মতো বিশাল মায়ের হিয়া
সব শূন্য হয়ে গেল একটি সে শিশু গিয়া ।


Leave a comment